বগুড়ায় বাড়ির গেটের সামনে যুবকের রক্তাক্ত মরদেহ

Posted on July 13, 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে সজীব মিয়া (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) সকালে এই ঘটনাটি ঘটে। নিহত সজীব মিয়া স্থানীয় শরিফ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মরদেহের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি নেশাজনিত কোনো দুর্ঘটনা—তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয়রা জানান, এইচএসসি পাশ করার পর থেকেই সজীব মাদকাসক্ত হয়ে পড়েন। শনিবার রাতেও নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় তাকে। রবিবার সকালে নামাজ পড়তে বের হলে সজীবের বাবা বাড়ির গেইটের সামনে ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, “সজীব মিয়ার মরদেহ গেইটের সামনে পড়ে ছিল এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।