সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

Posted on July 12, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৩৭ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৫৪ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১১২ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা যা ২০২৩ সালে লোকশান হয়েছিল (১৩.১৮) টাকা, ২০২২ সাল আয় ছিল ১.৫৮ টাকা, ২০২১ সালে ছিল ২.২৫ টাকা ও ২০২০ সালে ছিল .৭৫ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২৪.৮২ টাকা যা ২০২৩ সালে ছিল ২৩.৭৯ টাকা, ২০২২ সালে ৩৭.৯৭ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৩৭.৯৯ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.৮৫ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে লভ্যাংশ সংক্রান্ত কোনো তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে পাওয়া যায়নি, ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৬ শতাংশ নগদ ও ২০২০ সালে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৮ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৯ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৯৪ লাখ ৫৯ হাজার ৬৮৩।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৭০.৯৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৩৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২১.৬৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৯৯ টাকা থেকে ১৬৯.৪ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৪০.২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৫০ টাকা। ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।