আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যানের শেয়ার ক্রয় সম্পন্ন

Posted on July 12, 2025

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টকেএক্সচেঞ্জে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান আরিফুল ইসলাম কোম্পানিটির পাঁচ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের বিদ্যমান বাজারদরে পূর্ব ঘোষণা অনুসারে এ শেয়ার কিনেছেন তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৯৩ টাকা যা ২০২৩ সালে হয়েছিল .৯২ টাকা, ২০২২ সাল ছিল ২.৪৩ টাকা, ২০২১ সালে ছিল ২.৩৭ টাকা ও ২০২০ সালে ছিল ১.৯০ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৭.৭৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.১৯ টাকা, ২০২২ সালে ১৮.৩৩ ছিল টাকা, ২০২১ সালে ছিল ১৭.১২ টাকা ও ২০২০ সালে ছিল ১৬.৩৪ টাকা।