![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর ৮.০৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১৪ টাকা ৯০ পয়সা। তাতেই ঢাকা সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ ও এর আগের ২০২২-২৩ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি ইয়াকিন পলিমার। আলোচ্য দুই হিসাব বছরের বিলম্বিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে উচ্চ আদালতের অনুমোদন চাওয়া হয়েছে। আদালতের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা না আসার কারণে এজিএম আয়োজন করাসহ নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারছে না কোম্পানিটি।
লোকসানের কারণে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ইয়াকিন পলিমারের পর্ষদ। তবে ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৯ সালে ৫ শতাংশ স্টক লভ্যাংশ, ২০১৮ সালে ৩ শতাংশ স্টক লভ্যাংশ ও ২০১৭ সালে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ৮ শতাংশ দর কমেছে ইয়াকিন পলিমারের https://corporatesangbad.com/516535/ |