![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ২৭ কোটি ৩৩ লক্ষ ৯১ হাজার ৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৯ কোটি ২ লাখ ২৮ হাজার ৫৩৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩২.৫৭ পয়েন্ট বেড়ে ৫০৬৮.০৪ ডিএস-৩০ মূল্য
সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে ১৯০৮.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৮৪ পয়েন্ট বেড়ে ১১০০.৯৬
পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, বীচ হ্যাচারী, লাফার্জহোলসিম, সী পার্ল বীচ, তৌফিকা ফুড, মাগুরা কমপ্লেক্স, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি, অগ্নী সিস্টেম ও ফাইন ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রহিম টেক্সটাইল, দেশ গার্মন্টস, জেমিনী সী ফুড, রহিমা ফুড, ইপিজিএল, শার্প ইন্ডাস্ট্রিজ. অ্যাপেক্স স্পিনিং, স্টাইলক্র্যাফট, জি কিউ বলপেন ও সমতা লেদার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যাল, হাইডেলবার্গ মেটেরিয়েল, এসআলম কোল্ড রোল, ইন্দো-বাংলা ফামা, গোল্ডেন হারভেস্ট, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুারেন্স ও ন্যাশনাল ফিড মিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৬৭৯ কোটি টাকা https://corporatesangbad.com/516448/ |