![]() |

নিজস্ব প্রতিনিধি: মামলার ফাঁদে বিষন্ন হয়ে ওঠছে মানিকগঞ্জের সিংগাইরের সালাউদ্দিনের (৪০) জীবন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দুটি নাশকতা মামলার আসামী হয়ে দীর্ঘদিন হাজতবাস করেও শেষ রক্ষা হয়নি তার। এবার তার ঘাড়ে হত্যা মামলা। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সালাউদ্দিন আবারও ২০১৩ সালে উপজেলার গোবিন্দল গ্রামে আলোচিত চার হত্যাকান্ডের মামলাও এজারভূক্ত আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
ভুক্তভোগী সালাউদ্দিন পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লাহর মনজুর কাদেরের ছেলে। নিজেকে তিনি যুবদল নেতা দাবি করেন। বিএনপি নেতারা জানান সালাউদ্দিন দলের কেউ না।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, মো. সালাউদ্দিন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ২০১৮ সালের ২৮ আগস্ট তৎকালীন সিংগাইর থানার এস আই মো. আলমগীর হোসেনের দায়ের করা একটি নাশকতার মামলায় মো. সালাউদ্দিন প্রায় ৪২ দিন কারাভোগ করে জামিনে মুক্তি হয়। এর আগেও তিনি ২০১৫ সালের ১১ নভেম্বর থানার এস আই মো. জিহাদ দেওয়ানের দায়ের করা নাশকতার অভিযোগে দায়ের করা মামলায়ও মো. সালাউদ্দিন এক মাসের উপরে কারাভোগ করেন।
এদিকে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারী সিংগাইর পৌর এলাকার গোবিন্দল নতুন বাজার বাস স্ট্যান্ডে ইসলামী সমমনা দলের একটি বিক্ষোভ মিছিল হয়। সেদিন উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ এবং ইসলামী দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে গোবিন্দল গ্রামের চার ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৫ অক্টোবর সিংগাইর থানায় ১০৮ জনের নাম উল্লেখসহ আরো ৫০০-৬০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন নিহত নাজিম উদ্দিনের পিতা। সেই মামলাও পূর্ব শত্রুতার জের ধরে যুবদল নেতা মো. সালাউদ্দিনকে ১২ নাম্বার আসামী করা হয়। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন নেন।
ভুক্তভোগী সালাউদ্দিন জানান, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার বিরুদ্ধে আওয়ামী সরকার ২টি নাশকার মামলা দিয়েছে। সেই দুই মামলায় ৭৯ দিন কারাভোগ করেছি। এখন বিএনপি‘র কিছু নেতা আমার সঙ্গে পারিবারিক শত্রুতার কারণে আমাকে হত্যা মামলায় আসামী করেছে। আমি এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত নই।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, আলোচিত হত্যা মামলাটির তদন্ত চলছে। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর প্রমাণ পাওয়া গেলে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মামলার ফাঁদে বিষন্ন সিংগাইরের সালাউদ্দিনের জীবন https://corporatesangbad.com/516311/ |