ঢাকা ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

Posted on July 9, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। গত ০৭ জুলাই তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন। এই উদ্যোক্তা তার স্ত্রীকে উপহার হিসেবে কোম্পানির শেয়ার হস্তান্তর করেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উদ্যোক্তা আব্দুল ওয়াহেদের কাছে থাকা কোম্পানির মোট শেয়ারের মধ্যে থেকে তিনি ১ কোটি ০৩ লাখ ২৬ হাজার ২৬২টি শেয়ার তার স্ত্রী জাহেদা ওয়াহেদ খানকে উপহার হিসেবে হস্তান্তর করেছেন।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০৫৬ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে সরকারী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪১.০৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১২.৩৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৬.৬৩ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৯.৬ টাকা থেকে ১৪.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১১.২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১০.৭ টাকা। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।