সারাদেশে টহল দিচ্ছে র‌্যাবের ৪৬০ দল

Posted on November 8, 2023

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া সারাদেশে মোতায়েন করা হয়েছে ৪৬০টি টইল দল।

বুধবার (৮ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

এদিকে সারাদেশে বিএনপি-সমমনাদের তৃতীয় দফার অবরোধ চলছে। পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো। বুধবার (৮ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর পর্যন্ত।

অন্যদিকে অবরোধের আগের দিন মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টায় রাজধানীর মালিবাগ এলাকায় একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা রক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি।

আরও পড়ুন:

ট্রেড লাইসেন্স ছাড়া ঢাকায় কাউকে ব্যবসা করতে দেবো না: মেয়র তাপস

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনের ফল- গেজেট স্থগিত