২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

Posted on July 7, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সেটা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা কাস্টম হাউজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানা তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা। ভ্যাট, আয়কর ও শুল্ক—এই তিন প্রধান উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান জানান, স্বাভাবিকভাবে চলছে কাস্টমস হাউজের কার্যক্রম। কেউ অভিযোগ করছে না। দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান তিনি।

আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পরে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।

এ সময় ব্যক্তি স্বার্থ নয়, রাষ্ট্রীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এনবিআরের সবাইকে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান।

এনবিআরে আতঙ্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘আতঙ্কের কিছু নাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে উল্লেখযোগ্য অপরাধীদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, অভয় দেয়ার জন্য এখানে এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হয় নি। পরিকল্পিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।