গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

Posted on July 7, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম ট্রাক ও অটোরিকশার মখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দু'জন।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার গফরগাঁও-হোসেনপুর হাইওয়ে বাইপাস সড়কের পাঁচবাগ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন-গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের টাংগাবর গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে মোঃ ইকবাল হোসেন (৫০) ও গফরগাঁও উপজেলার পাগলা থানার ৯নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মোঃ আবুবকর ছিদ্দিকের ছেলে মোঃ ওয়াসিম মিয়া (২২)। ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, টাংগাবর এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত যেতেই গফরগাঁও হয়ে ভালুকা যাওয়ার পথে দ্রুতগতির ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। এসময় আহত হয় আরও দু'জন যাত্রী। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান,ড্রামট্রাকের চালক সোহানকে আটক করা হয়েছে। ট্রাকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।