![]() |

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (৭ জুলাই)সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে নতুন যোগদানকৃত ২৮ জন পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মো. শফিকুল ইসলাম, পুলিশ লাইন্সের আরআই মোস্তফা কামাল, রিজার্ভ অফিস সাতক্ষীরার আরও ওয়ান মো. মিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্নেহভরে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার সকল নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন-সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু https://corporatesangbad.com/516054/ |