পুলিশের অভিযানে শার্শায় সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

Posted on July 7, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে।

সোমবার (৭ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক উপজেলার সম্বন্ধকাঠি মনিরুজ্জামান গিলাপোল গ্রামের লাল মিয়া সরকারের ছেলে ও শারমিন নাহার একই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, পলাতক আসামীরা এলাকায় ফিরে ঘোরাফেরা করছে এমন খবরে থানার এসআই উজ্জ্বল হোসেন ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামে অভিযান চালিয়ে অর্থজারী (সিআর) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান ও শারমিন নাহারকে তাদের নিজ বাড়ী থেকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদ্বয়কে বিজ্ঞ আদলতে আজ সোমবার সোপর্দ করা হয়েছে।