ঝিকরগাছায় পিস্তল-ম্যাগাজিনসহ সন্ত্রাসী রয়েল আটক

Posted on July 7, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রয়েলকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত ১ সমায় যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রয়েল ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

ঝিকরগাছা থানা পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে সন্ত্রাসী রয়েল নিজ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, রয়েলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।