![]() |

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সিরিজটি এ বছর নয়, আগামী বছরের সেপ্টেম্বরে হবে। দু’দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দুই বোর্ডের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং দু’দলের সুবিধাজনক সময়সূচি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরের পরিবর্তিত তারিখ এবং সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
সূচির সময় পরিবর্তন হলেও ম্যাচসংখ্যা অপরিবর্তিত থাকছে। পরিকল্পনা অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা।
বিসিবির বোর্ড সভা শেষে ৩০ জুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের বিষয়ে তারা আগ্রহী এবং পেশাদার আচরণ করেছে। সরকারের অনুমোদনের অপেক্ষায় তারা রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ১ বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ https://corporatesangbad.com/516010/ |