ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Posted on July 7, 2025

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ নিজের ফেসবুক ওয়ালে এমন মর্মান্তিক একটি স্ট্যাটাসে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক।

রোবববার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

রোববার রাত ১০টার দিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে হতাশার কারণে রাহাত আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানান ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দু'দিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার ও পরিস্থিতি আসছে।’ এর আগে ২৮ জুন তিনি লিখেন, ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।’