![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে জমিতে ধানের বীজ ফেলতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলে নিহত হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল্লাহপুর গ্রামের মৃত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) ও তার ছেলে মোঃ আব্দুল্লাহ (৮)।
নিহত গোলাম মোস্তুফার চাচা মোঃ রফিকুল ইসলাম জানান, ‘বিকেলে মোস্তফা আকন্দ তার বাড়ির পাশে জমিতে ধানের বীজ ফেলতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তার ছেলে আব্দুল্লাহ। ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়।'
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেলো বাবা-ছেলের https://corporatesangbad.com/515997/ |