তারাকান্দায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় শনাক্ত, গ্রেফতার ১

Posted on July 7, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের পর উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রোহান মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পিবিআই বলছে, নিহত নারী ‘প্রেমের ফাঁদে পড়ে খুন’ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সকাল ১০টার দিকে তারাকান্দা উপজলার দাদরা গ্রামের গেসু মিয়ার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ, র‍্যাব, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে যায়।

পরে তদন্তে বেরিয়ে আসে নিহতের নাম সুফিয়া খাতুন (৩৪)। তিনি ফুলপুর উপজেলার পাতিলগাঁও গ্রামের কেরামত আলীর মেয়ে।

পিবিআই জানায়, আটক রোহান মিয়া প্রেমের অভিনয় করে সুফিয়াকে ফাঁদে ফেলেন। গত ২৯ জুন রাতে সুফিয়াকে বাজারে ডেকে সেখান থেকে পরিত্যক্ত বাড়িটিতে নিয়ে যান। সেখানে একপর্যায়ে কথাকাটাকাটি হলে রোহান ওড়না পেঁচিয়ে সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। পরে সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে দেন। সুফিয়ার কাছে থাকা ৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে রোহান পালিয়ে যান।

পিবিআই আরও জানায়, নিহতের মোবাইল ফোনটি আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আটকের পর রোহান মৌখিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। তবে আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই।