![]() |

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) সকাল ১১ টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা এসে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
নিহতেরা হল-সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার তালতলা গ্রামের শামিম মিয়ার ছেলে আবদুল মোমিন (১৩) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর গ্রামের আকমন হোসেন এর ছেলে জুনায়েদ (১২)।
তারা বাগানবাড়ী এলাকায় বাবা মার সাথে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কোনাবাড়ীতে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু https://corporatesangbad.com/515991/ |