ভারত থেকে অবৈধভাবে আসা ৩ সন্তানসহ গৃহবধু আটক

Posted on July 5, 2025

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন সন্তানসহ সাজিদা খাতুন (৩৫) নামের এক গৃহবধুকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৭ টার দিকে সীমান্ত নদী কালিন্দির উত্তর কৈখালী এলাকা থেকে তাদের আটক করেছে বিজিবি পরানপুর ক্যাম্পের সদস্যরা।

সাজিদার সাথে আটক তার তিন সন্তান হলেন, সাইফুল ইসলাম (১৬), পরাণ (১২) এবং ছোট (৫)। তারা সকলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত রেজাউল করিমের পরিবারের সদস্য।

বিজিবি পরাণপুর ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেন জানান, দালালের মাধমে তিন সন্তানসহ ঐ নারী বাংলাদেশে প্রবেশে করেছিলো। অবৈধভাবে পারাপারের কারনে তাদের আটকের পর শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক সাজিদা খাতুন বলেন, পাঁচ ছয় বছর পুর্বে স্বামী রেজাউল করিমসহ তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। কিন্তু স্বামী মারা যাওয়ার পর আর্থিক অনটনের কারনে শুক্রবার দালালের মাধ্যমে তারা বাংলাদেশে ফিরছিলেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, পরিচয় যাচাই-বাছাই শেষে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।#