সিংগাইরে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Posted on July 4, 2025

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে "প্রাক্তন ছাত্র পরিষদ" গঠনের লক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- ছাত্রীবৃন্দের আয়োজনে স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসএসসি ১৯৮৬ ব্যাচের ছাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজুল ইসলাম পথিকের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ১৯৭০ ব্যাচের কৃতি ছাত্র বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. বজলুল হক বিশ্বাস।

সভাপতির স্বাগত বক্তব্য শেষে সরকারি - বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত চাকরিজীবি এবং এসএসসি বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন - জাহিদুর রহমান বিশ্বাস,দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, কাশীনাথ সরকার, ডা. কৃষ্ণ দাস মন্ডল,ইঞ্জিনিয়ার হরিপদ সরকার, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, মোতাহার হোসেন,ছলিম উল্লাহ,জিল্লুর রহমান বিশ্বাস অপূর্ব, আব্দুর রহিম কোম্পানি, মজিবুর রহমান বিশ্বাস ও মোহসীনুর রহমান প্রমুখ।

সভায় ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠেয় পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে জাহিদুর রহমান বিশ্বাসকে প্রধান পৃষ্ঠপোষক,মোতাহার হোসেনকে আহ্বায়ক ও মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় ওই স্কুলের এসএসসি ১৯৬৯ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত দু শতাধিক ছাত্র - ছাত্রী আলোচনা সভায় অংশ নেন।