সরকারি চাকরি অধ্যাদেশের সংশোধন প্রস্তাব অনুমোদন

Posted on July 3, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: চাকরিজীবীদের আন্দোলনের জেরে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষের মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

সরকারি চাকরি অধ্যাদেশের কোন কোন বিষয়গুলো সংশোধন করা হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

এর আগে, ২২ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং (আইনি মতামত) নেওয়া সাপেক্ষে খসড়াটি অনুমোদন দেয়া হয়েছিল।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা আন্দোলন করে আসছিলেন বিভিন্ন স্তরের কর্মচারীরা।

বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ ১৫ মার্চের পরিবর্তে ৩ ডিসেম্বর পালন, ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস’-কে ‘খ’ শ্রেণিভুক্ত করা এবং ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা।

এছাড়া, ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে সই এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কর্তৃক গৃহীত ১৯৯৭ সালের ‘ব্যয়িত জ্বালানি ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কনভেনশনে’ সইয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।