ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

Posted on July 3, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মন‌সিং‌হ নগরীতে ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে মজনু মিয়া (৩২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কিশোরগঞ্জ মহাসড়কে পু‌লিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া মুক্তাগাছা উপজেলার শিবপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের প‌রিবার সূত্রে জানাযায়, মজনু মিয়া প‌রিবারের অন‌্যদের সঙ্গে নগরীর জেল‌ রোড তালতলা এলাকায় বসবাস করতেন।

সেখানে থেকেই তি‌নি রিকশা চা‌লিয়ে জী‌বিকা নির্বাহ করতেন। প্রতি‌দিনের মতো তি‌নি বুধবার দুপুরে রিকশা নিয়ে বের হন। পরে সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে তি‌নি ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তাদের সঙ্গে ধস্তাধ‌স্তি‌র এক পর্যায়ে গলায় ও পেটে উপর্যুপরি ছু‌রিকাঘা‌ত করে। এতে সঙ্গে সঙ্গেই মজনু মিয়া মা‌টিতে লু‌টিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মন‌সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন‌্য ময়মন‌সিংহ মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে। লাশ ময়নাতদন্তের জ‌ন্য ময়মন‌সিংহ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন:

পাখির বাসা থেকে বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ-ইন করলো বিএসএফ

নারায়ণগঞ্জে লেডী অপহরণকারী চক্রের ৪ সদস্য আটক