পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২৩ কোটি ৭ লক্ষ ৬১ হাজার ৭৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৬ কোটি ১৮ লক্ষ ১৩ হাজার ৯৪৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৮.৭৪ পয়েন্ট বেড়ে ৪৮৯৪.০৭ ডিএস-৩০ মূল্য
সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে ১৮৩৬.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৪০ পয়েন্ট কমে ১০৬৫.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেম, মিডল্যান্ড ব্যাংক, বীচ হ্যাচারী, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, তৌফিকা ফুড, ফাইন ফুডস, ইসলামিক ব্যাংক ও সিটি ব্যাংক।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মা, সিএপিএম আইবিবিএল মি. ফা., প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., মিডল্যান্ড ব্যাংক, জিপিএইচ ইস্পাত, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এস আলম কোল্ড রোল্ড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামিক ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, তৌফিকা ফুড, বে-লিজিং, ইস্টার্ন লুব্রিকেন্টস, জিকিউ বল পেন, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিএনএ টেক্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুঃ ও লিগেসী ফুটওয়্যার।