বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো সিনেমা নিমার্ণ করতে যাচ্ছেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার ট্যাগলাইন – ‘আমি কালা’। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড, যার বেশিরভাগ ঘটনাই বাস্তব।
এই চলচ্চিত্রের গল্প, ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গী হয়েছেন লেখক ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন, যিনি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন।
প্রথমদিকে শোনা গিয়েছিল, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ অথবা মোশাররফ করিম। তবে পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি। বছর না ঘুরতেই নির্মাতা আনলেন বড়সড় চমক।
সিনেমার মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক চূড়ান্তসহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।
প্রতীক্ষিত সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী সময় ধরেই শাকিব খানকে যুক্ত করা হয়েছে প্রজেক্টে।
সিনেমায় শাকিব খানের স্ত্রীর চরিত্রে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তার সঙ্গেও প্রাথমিক কথা চূড়ান্ত হয়েছে এবং সিডিউল নিশ্চিত বলে জানিয়েছে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র।
সিনেমাটিতে আরও অভিনয় করবেন অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম।
চলচ্চিত্রের গল্পে তুলে ধরা হবে ১৯৯০-এর দশকের ঢাকার অপরাধজগত, যেখানে কালো টাকা, গ্যাং রাজনীতি, প্রভাবশালী মাফিয়া চরিত্র এবং শহরের উল্টো পিঠের এক ভয়ঙ্কর বাস্তবতা। আর এর কেন্দ্রবিন্দুতে থাকবে রহস্যময় ও আলোচিত সন্ত্রাসী চরিত্র– কালা জাহাঙ্গীর।
আরও পড়ুন:
কলকাতার সিনেমায় চঞ্চল, সঙ্গে ঋতুপর্ণা
না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা