কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয়ায় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।
উল্লেখ্য, বুধবার (২ জুলাই) র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল রাতে গ্রুপ ‘সি’-এর বাহরাইন আর তুর্কমেনিস্তান ম্যাচের কী ফল হয়। এই দুই দলের লড়াই ২-২ এ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ।