গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনটি উপশাখা উদ্বোধন

Posted on July 2, 2025

কর্পোরেট ডেস্ক: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে বুধবার (২ জুলাই) নোয়াখালীর ভূঁইয়ার হাট, চট্টগ্রামের ইসলামিয়া মাদ্রাসা এবং ময়মনসিংহের তারাকান্দায় তিনটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ। এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এ. এফ. সাব্বির আহমদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও শরীয়াহভিত্তিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।