![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৪২১ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৭০৫ টাকা, ১৬ কেজির এক হাজার ৮১৮ টাকা, ১৮ কেজির দুই হাজার ৪৬ টাকা, ২০ কেজির দুই হাজার ২৭৩ টাকা, ২২ কেজির আড়াই হাজার টাকা, ৩০ কেজির তিন হাজার ৪০৯ টাকা, ৩৩ কেজির তিন হাজার ৭৫০ টাকা, ৩৫ কেজির তিন হাজার ৯৭৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা।
এছাড়া অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা ছিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ১২ কেজি এলপিজির দাম কমলো https://corporatesangbad.com/515721/ |