পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি লোকশান হয়েছে (.৬২) পয়সা যা আগের হিসাব বছরে একই সময় হয়েছিল (১.৬২) টাকা। গত ৩১ মার্চ, ২০২৫ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) দাড়িয়েছে (.৪২) টাকা যা আগের বছর একই সময় ছিল .২০ টাকা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪০ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩২.৬৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৩.৬৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.৬৫ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৬.৫ টাকা থেকে ১৮.৩ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৭.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৭.৮ টাকা।