![]() |

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ২৮ জুন ব্যাংকের উত্তরা শাখায় “আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
উক্ত সেমিনারে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো: ইকবাল মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারে বক্তারা আর্থিকখাতে পুরুষের পাশাপাশি নারীর আর্থিক শিক্ষার গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করেন।
উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মো: আবু ছায়েম, ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মো: আবু হানিফ, মীরপুর শাখার ব্যবস্থাপক নাজির আহমেদ, গরীব-ই-নেওয়াজ শাখার ব্যবস্থাপক মো: আসিফুল হক, উত্তরখান শাখার ব্যবস্থাপক এবিএম মাহফুজুল আলম, পল্লবী শাখার ব্যবস্থাপক সৈয়দ জানে আলম এবং টঙ্গী শাখার ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক “আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার” শীর্ষক সেমিনারের আয়োজন https://corporatesangbad.com/515471/ |