পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না।
রোববার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আলোচ্য ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (২১.৩৭) পয়সা যা ২০২৩ সালে ছিল (১৯.৩৭) টাকা, ২০২২ সাল ছিল (৪৭.৮৪) টাকা, ২০২১ সালে ছিল (১৯.৯৪) পয়সা টাকা ও ২০২০ সালে ছিল (১৪.৬১) টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট দায় হয়েছে ২০২৪ সালে (১২৫.৫৫) টাকা যা ২০২৩ সালে ছিল (১০৫.৪২) টাকা, ২০২২ সালে ছিল (৮৬.১৪) টাকা, ২০২১ সালে ছিল (৩৩.৩২) টাকা ও ২০২০ সালে ছিল (১৩.৪০) টাকা।