![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
শনিবার (২৯ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব-১২ এর সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার নলকা ব্রিজ এলাকায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়াগামী মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মো. মোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মোরশেদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই (রহমতপুর) গ্রামে। তার পিতার নাম মো. শাহ আলম এবং মাতার নাম মোছা. মাহফুজা বেগম।
অভিযানকালে মোরশেদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ আলম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন এবং তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।
ঘটনার বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের সংশোধিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ https://corporatesangbad.com/515387/ |