![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল ধাক্কায় আ:সালাম (৬০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গোলাইডাংগা-বাস্তা সড়কে বরকতের মিষ্টির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত আ:সালাম খান উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আ: করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,আ: সালাম খান গোলাইডাংগা বাজারে কৃষ্ণচূড়া সমবায় সমিতিতে ফিল্ড অফিসারের চাকুরি করেন। প্রতিদিনের মত কর্মস্থল থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। গোলাইডাংগা বাজারের বরকতের মিষ্টি দোকানের সামনে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুইজন যাত্রী আরোহী একটি মোটরসাইকেল ধাক্কা মারে। এতে আ:সালাম খান গুরুতর আহত হন। পরে এলাকারবাসী উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
অপরদিকে, মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা যাত্রীকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম বলেন, আমাদের কাছে এখনও কোন তথ্য আসেনি।কোন অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিংগাইরে মোটরসাইকেলের ধাক্কায় এনজিও কর্মী নিহত https://corporatesangbad.com/515361/ |