ন্যাশনাল হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

Posted on June 29, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, আলোচ্য ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় হয়েছিল ৩০ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) দাড়িয়েছে ১৮.১৯ টাকা যা আগের বছর একই সময় ছিল ১৯.২৩ টাকা।