আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আন্তর্জাতিক এমএসএমই দিবস পালিত

Posted on June 29, 2025

কর্পোরেট ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর সকল শাখা এবং উপ শাখায় “আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৫” উদযাপিত হয়েছে।

রবিবার (২৯ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মাদ হোসেন এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একযোগে ব্যাংকের ২২৬টি শাখা এবং ৮৮টি উপ-শাখায় “আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৫” পালিত হয়।

আল আরাফাহ ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কৃষি খাত, মাইক্রো, নারী উদ্যোক্তা এবং গ্রামীণ শিল্প উন্নয়নে ব্যাংকটি বিশেষভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।