পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আহসানুল আমিন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০.১১ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৪০.৮৬ টাকা, ২০২২ সাল ছিল ২৯.২৫ টাকা, ২০২১ সালে ছিল ২৬.০৭ টাকা ও ২০২০ সালে ছিল ২৮.৪৫ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২৩৪.১২ টাকা যা ২০২৩ সালে ছিল ২০০.০১ টাকা, ২০২২ সালে ১৭৪.১৫ ছিল টাকা, ২০২১ সালে ছিল ১৫৯.৯০ টাকা ও ২০২০ সালে ছিল ১৪৮.২১ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৭০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১৬০ শতাংশ নগদ, ২০২২ সালে ১৫০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৭ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০৮ কোটি ২০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে সরকারী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৮.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৩.৩৮ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৮৬ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১৩৯.৯০ টাকা থেকে ২৩৯.৯০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২০৪.৫০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২০৫ টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।