পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের এক কর্পোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাশনস লিমিটেড ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই উদ্যোক্তার কাছে ব্যাংকটির ২ কোটি ৩১ লাখ ১৮ হাজার শেয়ার আছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার মূল্যে পাবলিক/ব্লক মার্কেটে বিক্রয় করবেন এই উদ্যোক্তা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৯ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৫.১২ টাকা, ২০২২ সাল ছিল ৩.৮৩ টাকা, ২০২১ সালে ছিল ৩.৩৪ টাকা ও ২০২০ সালে ছিল ২.০৩ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৬.০১ টাকা যা ২০২৩ সালে ছিল ১৯.১৪ টাকা, ২০২২ সালে ১৫.২৫ ছিল টাকা, ২০২১ সালে ছিল ১৭.০৪ টাকা ও ২০২০ সালে ছিল ১৪.৮৯ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ৩৮ শতাংশ নগদ, ২০২৩ সালে ৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ৪৮ শতাংশ নগদ, ২০২১ সালে ২৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৪০০কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৬১ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৩.৬৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২১.৪১ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .৮২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৪.১২ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৪২.৫০ টাকা থেকে ৭১ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪৭.৪০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২২.৯০ টাকা। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।