শাবিপ্রবি’র সঙ্গে যৌথ উদ্যোগে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ককর্মশালা অনুষ্ঠিত

Posted on June 29, 2025

কর্পোরেট ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক সম্মুখ ধারনা প্রদানের লক্ষ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

সম্প্রতি ২৪ জুন বিশ্ববিদ্যালয়টির মিনি অডিটোরিয়ামে শাবিপ্রবির-নৃবিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবি এর প্রক্টোর মোঃ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের সম্মানিত নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রধান অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো রফিকুল ইসলাম। এ সময় বক্তারা টেকসই অর্থনৈতিক উন্নয়নে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাজে লাগানোর বিষয়ে উৎসাহী হবার জন্য আহ্বান জানান।

উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অর্থিক সু-ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন আইএফআইসি ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজ্ড রিটেইল মার্কেটিং মিজ ফারিহা হায়দার।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক পর্যায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।