পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠিয়েছে এবং পাশাপাশি শেয়ারহোর্ডারদের নগদ লভ্যাংশও দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮২ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৩.৬৪ টাকা, ২০২২ সাল ছিল ৪.৬১ টাকা, ২০২১ সালে ছিল ৫.৩৪ টাকা ও ২০২০ সালে ছিল ৬.৭৪ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৪৮.২৬ টাকা যা ২০২৩ সালে ছিল ৪৫.৭১ টাকা, ২০২২ সালে ৪৩.৫৬ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৪২.৪১ টাকা ও ২০২০ সালে ছিল ৪০.৪১ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২৩ সালে ১৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯২ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪৩৬ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪৩ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৪০৯।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫৬.৬৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৭.৮৬ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .৩৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৫.১১ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২৫.৯০ টাকা থেকে ৪৩.৮০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৮.১০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৮.২০ টাকা। ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।