শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এটা টাইগারদের ৪৭তম ইনিংস পরাজয়। এর মাধ্যমে টেস্টে সবচেয়ে বেশি বার ইনিংস হারে অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ। ৪৬ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া ও ভারত।
নিজেদের ২৫ বছরের টেস্ট ইতিহাসে ১৫৪ ম্যাচে ২৩ জয়, ১১২ হার ও ১৯টি ম্যাচ ড্র করে বাংলাদেশ। এর মধ্যে ইনিংস ব্যবধানে হেরেছে ৪৭ ম্যাচ।
নিজেদের ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ৮৭৫ ম্যাচে ৪২০ জয়, ২৩৪ হার ও ২১৯ ড্র আছে অস্ট্রেলিয়ার। ইনিংস ব্যবধানে ৪৬ ম্যাচ হেরেছে অসিরা।
ইনিংস ব্যবধানে হারের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড (৬৬), নিউজিল্যান্ড (৫০) এবং ওয়েস্ট ইন্ডিজ (৪৮)।
এই তালিকায় বাংলাদেশের পেছনে আছে- শ্রীলংকা (৪২), দক্ষিণ আফ্রিকা (৩৯), পাকিস্তান (৩৪) এবং জিম্বাবুয়ে (৩০)।
আরও পড়ুন:
মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট জিতলেন মেহেরপুরের সন্তান মনজুর আলম