সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা

Posted on June 29, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: জনদুভোর্গ এড়াতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা ২০২৫-এর কেন্দ্রসমূহে এইচএসসির পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা পর্যন্ত কেন্দ্র চত্বরে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

শনিবার (২৮ জুন) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চলমান এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশ-পাশের যানযট ও জনদুভোর্গ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অনুলিপি জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় কার্যার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, ঢাকা বোর্ডের আওতাধীন সকল জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবহিতকরণ পত্র দেওয়া হয়েছে।