![]() |

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার মাটিতে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫ ম্যাচের ৮ ইনিংসে ১৯ উইকেট নিয়েছেন তিনি।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৩১ রানে ৫ উইকেট নেন তাইজুল। এতেই শ্রীলংকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান এই স্পিনার।
এতদিন মেহেদি হাসান মিরাজের সাথে এই রেকর্ড ভাগাভাগি করেছিলেন তাইজুল। ৫ ম্যাচের ৮ ইনিংসে ১৪ উইকেট আছে মিরাজের।
শ্রীলংকার মাটিতে সর্বোচ্চ দু’বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন তাইজুল। এর আগে একবার করে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারে মোহাম্মদ রফিক ও নাইম হাসানের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| লংকানদের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল https://corporatesangbad.com/515133/ |