![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী মালিক আলী আজম মানিককে (৩৩) দাড়ি ধরে টানা-হেঁচড়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের ঘটনায় মামলার আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৭ জুন) সকাল ৮ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব এই তথ্য নিশ্চিত করেন।
মারধরের শিকার আলি আজম মানিক ঘিওর বাস স্ট্যান্ড এলাকার ‘মানিক কম্পিউটার’ দোকানের মালিক।
অপরদিকে গ্রেপ্তারকৃত নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।
শুক্রবার (২৭ জুন) সকাল ৭টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী মানিকের কম্পিউটার দোকানে ঢুকে দাড়ি ধরে টানা-হেঁচড়া, অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন নাসিম। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসতেন। তবে কাজের টাকা ঠিকমতো দিতেন না। পাওনা টাকা চাইলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে উল্টো টাকা দাবি করতেন। সেই টাকা দিতে মানিক অনীহা প্রকাশ করলে নাসিম তাকে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেন।
২৩ জুন রাত ৯টার দিকে জমির খারিজ সংক্রান্ত কিছু কাজ নিয়ে দোকানে গেলে মানিক অন্য এক কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম দাড়ি ধরে টানা-হেঁচড়া করেন, অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন।
ঘটনার পর ভুক্তভোগী মানিক ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার অভিযুক্ত নাসিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ঘিওরের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মানিকগঞ্জে দাঁড়ি টেনে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযুক্ত আসামি আটক https://corporatesangbad.com/515118/ |