বগুড়া প্রতিনিধি: বগুড়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ সেবন করে অচেতন অবস্থায় পাওয়া গেলে তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
হিরো আলমের ঘনিষ্ঠ বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর জানান, বৃহস্পতিবার গভীর রাতে আলম তার ধুনট উপজেলার যমুনা নদীর তীরের ভান্ডারবাড়ি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই রিয়া মনিকে ঘিরে দীর্ঘ সময় ধরে হতাশা ও ব্যক্তিগত সমস্যার বিষয়ে আলোচনা করেন। পরে তারা ঘুমিয়ে পড়েন।
শুক্রবার বেলা ১১টার দিকে অনেক ডাকাডাকির পরও হিরো আলম না জাগায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন বিছানার পাশে ঘুমের ওষুধের পাতা দেখতে পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
জাহিদ হাসান সাগর বলেন, “আলম দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন। রিয়া মনিকে না পাওয়াসহ নানাবিধ সামাজিক চাপ ও লোকজনের বিরূপ প্রতিক্রিয়া তাকে ভেঙে দিয়েছে। সম্ভবত সেই হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।”
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “হিরো আলম ঘুমের ওষুধ সেবনের ফলে অচেতন হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শজিমেকে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”
উল্লেখ্য, হিরো আলম বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এক ব্যক্তিত্ব, যিনি নানা সময় বিভিন্ন কর্মকাণ্ড ও মন্তব্যের মাধ্যমে গণমাধ্যমে আলোচনায় আসেন।