![]() |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৮ কোটি ৭৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের
লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৮ কোটি ৬৮ লক্ষ ১৪ হাজার ২৯৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৫.১৯ পয়েন্ট বেড়ে ৪৮৩২.৮৩ ডিএস-৩০ মূল্য
সূচক ৩০.০১ পয়েন্ট বেড়ে ১৮২০.১০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.০৬ পয়েন্ট বেড়ে ১০৫৯.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল রিসোর্টস, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, বীচ হ্যাচারী, অগ্নি সিস্টেম, বিএটিবিসি, খান ব্রাদার্স পিপি, সিটি ব্যাংক ও শাইনপুকুর সিরামিকস।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ড্রাগন সুয়েটার, লিগেসী ফুটওয়ার, দেশ গার্মেন্ট, ডিবিএইচ ১ম মি. ফা., এক্সিম ব্যাংক ১ম মি. ফা., এমবিএল ১ম মি. ফা., ন্যাশনাল টিউবস, ইসলামিক ফাইন্যান্স, ইস্টার্ন কেবলস ও রহিমা ফুড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফ্যামিলী টেক্স, ঢাকা ব্যাংক, ইবিএল ১ম মি. ফা., কেপিপিএল, ভিএএমএল বিডি মি. ফা- ১. নর্দার্ন ইন্সুঃ, আইসিবি এএমসিএল ১ম অগ্রণী ব্যাংক
মি. ফা. ও সিলকো ফার্মা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৪৭৮ কোটি https://corporatesangbad.com/515090/ |