![]() |

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: "জীবন একটাই, তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন" এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি পরবর্তী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ বলেন, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে আমরা সিদ্ধান্ত নিলাম সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে সাতক্ষীরার প্রতিটি সরকারি, বেসরকারি, এনজিওসহ সকল প্রতিষ্ঠানের কর্মকতা কর্মচারিদের ডোপ টেস্ট করা হবে। মাদকের সাথে যুক্ত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার হবে তবেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটির গঠনের পরামর্শ প্রদান করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা.মো.আ. সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষযক কর্মকর্তা মো.রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, এডিএম রিপন বিশ্বাস, অধ্যাপক মোজাম্মেল হক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দু।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সাতক্ষীরার প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকতা- কর্মচারিদের ডোপ টেস্ট করার নির্দেশ ডিসির https://corporatesangbad.com/515069/ |