ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার বরিশাল- ঝালকাঠী জোনের উন্নয়ন সভা অনুষ্ঠিত

Posted on June 26, 2025

কর্পোরেট ডেস্ক: ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের বরিশাল ও ঝালকাঠী জোন অপারেশন সেন্টারের আওতাধীন ইউনিট ম্যানেজারদের সমন্বয়ে উন্নয়ন সভা বুধবার (২৫ জুন) ঝালকাঠী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক এবং এস.এম শফিউল্লাহ, ডিভিপি (উন্নয়ন প্রশাসন)। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মোঃ জাফর উল্লাহ খান, এভিপি এবং অপারেশন্স ম্যানেজার বিকাশ চন্দ্র দে, এভিপি ও ঝালকাঠী জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, ডিভিপি এবং অপারেশন্স ম্যানেজার মোঃ মিজানুর রহমান, এসএম।

সভায় ইউনিট ম্যানেজারগন তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরা সহ অর্ধবার্ষিক ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং অর্ধবার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকার করেন।

"স্বপ্ন বাচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সংগে করে" এই শ্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্র বীমার কার্যক্রম কে আরও প্রসারিত করে সামনে এগিয়ে নিতে সকলকে আরো সক্রিয় হয়ে কাজ করার জন্য আহবান জানান।

গুরুত্বপূর্ণ এই প্রেস বিজ্ঞপ্তিটি অনলাইন মিডিয়ায় প্রচারের জন্য কোম্পানীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।