![]() |

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর রেলস্টেশনে বেনাপোল-খুলনা-মোংলা (বেতনা) রুটের একটি ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ এক নারীকে আটক করেছে।
বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে যশোর রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটিতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।
আটক নারীর নাম মোসা. ফুলি বেগম (৪৫)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ বিপুল হোসেন।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ট্রেনটি থামিয়ে তল্লাশি চালায় এবং ফুলি বেগমের কাছ থেকে ভারতের তৈরি বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল—ডাভ সাবান ৬৪ পিস, দুলহান কালো তেল ২০ পিস, ফিয়ামা সাবান ২০ পিস, সিসা তেল ২০ পিস, ফিয়ামা সাওয়ার জেল ৩৯ পিস ও সনপাপড়ি ৮ পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
পণ্যগুলো বাংলাদেশে অনুমোদনহীন এবং অবৈধভাবে আমদানি হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত নারীকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| যশোর রেলস্টেশনে ভারতীয় প্রসাধনীসহ নারী আটক https://corporatesangbad.com/515029/ |