১০ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

Posted on June 26, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের ভিত্তিতে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ১০,০০৬ কোটি ৬৩ লাখ টাকার পরিশোধিত জ্বালানি তেল কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ- এসিসিজিপি’র ২৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী যেসব প্রতিষ্ঠান থেকে পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে, সেগুলো হলো- পিটিটিটি (থাইল্যান্ড), ইনোক (সংযুক্ত আরব আমিরাত), পেট্রোচায়না কোম্পানি লিমিটেড (চীন), বিএসপি ( ইন্দোনেশিয়া), পিটিএলসিএল (মালয়েশিয়া), ইউনিপেক (চীন) ও আইওসিএল (ভারত)।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০৮ কোটি ৬৩ লাখ টাকায় ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি) প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন (সীসামুক্ত ৯৫ মানের অকটেন) কেনা হবে।