![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ১৪ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৫০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৩ কোটি ২১ লক্ষ ১৯ হাজার ৩১০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৯.৯৮ পয়েন্ট বেড়ে ৪৭৬৭.৬৪ ডিএস-৩০ মূল্য
সূচক ১৮.৫৮ পয়েন্ট বেড়ে ১৭৯০.০৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.০৩ পয়েন্ট বেড়ে ১০৪৬.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৫টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, সী পার্ল রিসোর্টস, বীচ হ্যাচারী, ইন্দো বাংলা ফার্মা, বিএটিবিসি, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস ও মিডল্যান্ড ব্যাংক।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইন্দো বাংলা ফার্মা, এডিএন টেলিকম, সিলভা ফার্মা, বঙ্গজ লিঃ, সিভিও পিআরএল, ফার কেমিক্যাল, কপারটেক ইন্ডাঃ, ইউনিক হোটেল, জেমিনী সী ফুড ও স্ট্যান্ডার্ড ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ভিএএমএল আরবিবিএফ, এফবিএফ আইএফ, ফারইস্ট ফাইন্যান্স, শ্যামপুর
সুগার, গ্রীন ডেল্টা মি. ফা., বার্জার পেইন্ট, জাহিন টেক্স, মিডল্যান্ড ব্যাংক, এমবিএল ১ম মি. ফা. ও স্টাইল ক্র্যাফট।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৪১৩ কোটি টাকা https://corporatesangbad.com/514997/ |