![]() |

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বাবুল হোসেন (৪১) ও মোঃ সালমান হোসেন (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাত ১১ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক থেকে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক এলাকার মৃত সমন খাঁর ছেলে ও মোঃ সালমান হোসেন সিংগাইর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয় সায়েস্তা ইউনিয়নের আটককৃত আসামি বাবুলের বাড়ির আঙিনায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১কেজি গাঁজা ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১লাখ ৫ হাজার টাকা।
সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন , গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিংগাইরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার https://corporatesangbad.com/514951/ |